Search
Close this search box.
Search
Close this search box.

অভিবাসী শ্রমিকদের বিতর্কিত প্রস্থান ভিসা বিলুপ্ত করবে কাতার

qatar-workersঅভিবাসী শ্রমিকদের বিতর্কিত প্রস্থান ভিসা (এক্সিট ভিসা) ব্যবস্থা বিলুপ্ত করতে চুক্তি করতে যাচ্ছে কাতার। দেশটিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার কার্যালয় খোলাতে চাপের মুখে এ ভিসা পদ্ধতির সংস্কার করছে দেশটির সরকার। বিদ্যমান এ পদ্ধতিতে কাতার ছাড়ার আগে কর্মীদের নিজ নিজ নিয়োগদাতার অনুমোদন নিতে হয়। চুক্তি সই হলে আর এমনটি করতে হবে না বলে ধারণা করা হচ্ছে।

এএফপির সূত্রে জানা যায়, ২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার। দেশটির শ্রম আইন সংস্কারবিষয়ক কার্যক্রম পর্যবেক্ষণে জাতিসংঘের সঙ্গে চুক্তি করেছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও)। এ চুক্তির অংশ হিসেবে দোহায় নিজেদের কার্যালয় খুলেছে আইএলও। শ্রম সংস্থাটির উপস্থিতি কেন্দ্র করেই কাতার অভিবাসী শ্রমিকদের প্রস্থান ভিসা অবলুপ্তির যুগান্তকারী চুক্তি করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

chardike-ad

ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের মহাসচিব শারান বারো বলেন, আমরা এখন এক্সিট ভিসার চূড়ান্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করছি। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে এ-বিষয়ক চুক্তি সই হবে।

কাতারের শ্রম ব্যবস্থার সমালোচকরা দীর্ঘদিন ধরেই এক্সিট ভিসা ব্যবস্থা নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। এ ভিসা ব্যবস্থাকে বিপুল পরিমাণ অভিবাসী শ্রমিকদের দমন-নিপীড়নের প্রধান কারণ হিসেবে দেখিয়ে আসছেন তারা।

দোহায় আইএলওর কার্যালয় উদ্বোধনকালে দেশটির শ্রমমন্ত্রী ইসা সাদ আল-নোয়াইমি বলেন, কার্যালয় উদ্বোধনের মাধ্যমে বিশ্বের উত্তম চর্চাগুলো বাস্তবায়নে কাতার যে আরো এক ধাপ এগিয়েছে, তা নিশ্চিত হলো। তিনি বলেন, আমাদের অভিবাসী শ্রমিকদের অগ্রগতির পাশাপাশি অধিকার রক্ষায় আরেকটি সহযোগী পেল কাতার সরকার।

কাতারে অভিবাসী শ্রমিকের সংখ্যা প্রায় ২০ লাখ। বিশ্বকাপ ২০২২ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক চাপ এবং নজরদারির মধ্যে রয়েছে কাতার।

সৌজন্যে- অর্থসূচক