সিউল, ২ ডিসেম্বর ২০১৩:
নিজেদের ডিভাইস দিয়ে ভোক্তাদের মন জয় করতে সব ধরনের চেষ্টা করছে স্যামসাং। এজন্য তারা পণ্যের বিজ্ঞাপনে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত বিজ্ঞাপন ও বিপণনে ১ হাজার ৪০০ কোটি ডলার খরচ করেছে দক্ষিণ কোরীয় কোম্পানিটি। যা দ্বীপদেশ আইসল্যান্ডের বার্ষিক জিডিপির চেয়েও বেশি। খবর হার্ডওয়্যারজোনের।
বিপুল অঙ্কের এই অর্থ ব্যয় হয়েছে গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন-ট্যাবলেট ও অন্যান্য কনজ্যুমার ইলেকট্রনিকস পণ্যের বিপণনে। রয়টার্সের দাবি, স্যামসাংয়ের বার্ষিক আয়ের ৫ দশমিক ৪ শতাংশই ব্যয় বিজ্ঞাপন ও বিপণনে। এ হিসাবে বিশ্বের শীর্ষ বিজ্ঞাপনদাতা স্যামসাং। অ্যাপল ও জেনারেল মটরস তাদের পণ্য বিপণনে মোট আয়ের যথাক্রমে দশমিক ৬ ও সাড়ে ৩ শতাংশ ব্যয় করে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী কয়েক বছর বিপণন ও বিজ্ঞাপনে এর চাইতেও বেশি খরচের পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। সম্প্রতি এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ‘প্রবৃদ্ধি অব্যাহত রাখতে আমাদের ব্র্যান্ড শক্তি আরো বাড়াতে হবে; এর পাশাপাশি বিপণন কার্যক্রমের দক্ষতা আরো বর্ধিত করা প্রয়োজন।’
স্যামসাংয়ের ব্যবস্থাপনা পর্ষদের মতে, সারা বিশ্বে স্যামসাংই এক নম্বর মোবাইল ব্র্যান্ড। এটা সম্ভব হয়েছে গ্যালাক্সি সিরিজের কারণে। তাই এই সিরিজের পণ্যগুলোর সঠিক বাজারজাতকরণে এই খরচ যুক্তিযুক্ত। সূত্রঃ বণিক বার্তা।








































