Search
Close this search box.
Search
Close this search box.

২০১৭ সাল ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ায়

অনলাইন প্রতিবেদক, ৬ ডিসেম্বর ২০১৩, সিউল:

২০১৭ সাল ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে। গতকাল ব্রাজিলে ফিফা’র এক্সিকিউটিভ মিটিংয়ের ভোটে আজারবাইজানকে হারিয়ে কোরিয়া ২০১৭ সাল ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়।

chardike-ad

2017³â FIFA U-20জাপান এবং মেক্সিকোর পর কোরিয়া বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ফিফা’র সব টুর্ণামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে। দক্ষিণ কোরিয়া এর আগে ২০০১ সালে কনফেডারেশন কাপ, ২০০২ সালে বিশ্বকাপ এবং ২০০৭ সালে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন করেছিল।

২০১৭ সাল ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য ২৫ বিলিয়ন উওন বাজেট ধরা হয়েছে। যার ১৩.৫ বিলিয়ন যোগান দিবে কেএফএ এবং ফিফা। বাকী অর্থ টিকেট এবং বিজ্ঞাপনের আয় থেকে যোগান দিবে বলে জানিয়েছে কেএফএ’র একজন কর্মকর্তা।