Search
Close this search box.
Search
Close this search box.

ভারতের পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেফতার

bangladeshi-4-studentভারতের পশ্চিমবঙ্গে চার বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পুলিশ জানিয়েছে, মেয়াদ শেষ হয়ে যাওয়া পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার পথে ওই চার যুবককে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়ার চন্ডিপুর এলাকায় ওই যুবকদের গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দুপুরে আটক যুবকদের বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। আটককৃতরা হচ্ছেন, ইলিয়াস হোসেন (২২), তানভীর হোসেন (২২), বিল্লাল হোসেন (২৪) ও এহসানুল হক (২১)। বাদুড়িয়া

chardike-ad

পুলিশ জানিয়েছে, প্রায় দেড় বছর আগে ওই চার যুবক ভারতে প্রবেশ করে যান উত্তরপ্রদেশ রাজ্যে। সেখানে গিয়ে জাল ভারতীয় রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র তৈরি করে সেখানকার একটি কলেজে ভারতীয় নাগরিক হিসাবে ভর্তি হন। গত ৬ মাস আগে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে ওই চার বাংলাদেশিকে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকা বাদুড়িয়ার চন্ডিপুরের কাছে ঘুরতে দেখা যায়। সন্দেহ হওয়ায় স্থানীয় মানুষজন এলাকায় টহলরত পুলিশের কাছে খবর দেয়। খবর পেয়েই ওই চার যুবককে বাদুড়িয়া থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি। মেয়াদ শেষ হয়ে যাওয়া পাসপোর্ট ও ভিসা নিয়ে তারা অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

বাদুড়িয়া থানার পুলিশ কর্মকর্তা বাপ্পা মিত্র জানান, ওই চার বাংলাদেশি ছাত্রের কাছে মেয়াদোত্তীর্ণ ভিসা ছিল। পুলিশের কাছে ওই চার যুবক জানিয়েছে, ‘চোরাপথে’ বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের গ্রেফতার করা হয়েছে।