Search
Close this search box.
Search
Close this search box.

ভুলে ভরা ট্রাম্পের চিঠি!

trumpডোনাল্ড ট্রাম্পের লেখা ভুলে ভরা একটি চিঠি শুধরে দিয়ে হোয়াইট হাউজে ফেরত পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের আটলান্টার এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। গত ৩ মে ইভোন্নি ম্যাসন নামে ওই শিক্ষিকার কাছে চিঠিটি পাঠানো হয়েছিল।

ম্যাসন এক চিঠিতে গত ফেব্রুয়ারিতে ফ্লোরিডার পার্কল্যান্ডে গুলি চালিয়ে ১৭জনকে হত্যার ঘটনার পর হতাহত প্রতিটি পরিবারের সদস্যদের সঙ্গে ট্রাম্পকে সাক্ষাৎ করার অনুরোধ জানান। এর জবাবে ৩ মে ট্রাম্প স্বাক্ষরিত একটি চিঠি ম্যাসনের কাছে পাঠানো হয়। ৬১ বছরের ম্যাসন চিঠিতে অসংখ্য ব্যাকরণগত ভুল চিহ্নিত করেছেন।

chardike-ad

রোববার নিউ ইয়র্ক টাইমসকে ম্যাসন বলেছেন, এতে ব্যাপক পরিমাণে ভুল ছিল। বাজে লেখা আমি মেনে নিতে পারি না। কেউ যদি ভালো করতে সমর্থ্য হন তাহলে তাদের সেই ভালোটাই করা উচিৎ।’

ট্রাম্পের ওই চিঠিতে ‘নেশন’ ও ‘স্টেট’ শব্দ দুটির প্রথম অক্ষর বড় হাতের লেখার ভুল ধরিয়ে দিয়েছেন ম্যাসন। ওই শব্দ দুটিতে গোল দাগ দিয়ে তা কেন ভুল, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

চিঠির উপরের দিকে হোয়াইট হাউজের কর্মকর্তাদের উদ্দেশে ম্যাসন লিখেছেন, ‘আপনারা সবাই গ্রামার স্টাইল চেক করেছিলেন তো?’