Search
Close this search box.
Search
Close this search box.

দুই মাসে এক কোটি নোট থ্রি বিক্রি

১১ ডিসেম্বর ২০১৩, সিউল:

গত দুই মাসে এক কোটি গ্যালাক্সি নোট থ্রি স্মার্টফোন বিক্রি হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।Samsung_Galaxy_Note_3বিক্রি প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, সেপ্টেম্বর মাসে বাজারে আসা নোট থ্রি স্মার্টফোনটি এরমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। যদিও স্যামসাংয়ের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে এটি রেকর্ড গড়তে পারেনি। স্যামসাংয়ের তৈরি গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির ক্ষেত্রে এক কোটির লক্ষ্য ছুঁতে ৫০ দিন সময় লেগেছিল। এক্ষেত্রে নোট থ্রির লেগেছে ১০ দিন বেশি সময়।

chardike-ad

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৫৮ টি দেশে নোট থ্রি বিক্রি হচ্ছে। এরমধ্যে নোট থ্রির সবচেয়ে জনপ্রিয় বাজার হচ্ছে চীন।

বাংলাদেশের বাজারে ১ অক্টোবর মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নোট থ্রি উন্মুক্ত করেছিল স্যামসাং। ৬৯ হাজার ৯০০ টাকা দামের স্মার্টফোনটিতে রয়েছে ৫.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা, এয়ার কমান্ড, ম্যাগাজিন, উন্নত এস নোট, এস ট্রান্সলেটর এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ার স্মার্ট হাতঘড়িও সমর্থন করে এ স্মার্টফোনটি। সূত্রঃ প্রথম আলো।