Search
Close this search box.
Search
Close this search box.

সাকিবের ‘ট্রিপল সেঞ্চুরি’

shakibবাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন সাকিব আল হাসান। এর আগে মুশফিকুর রহিম এই মাইলফলক স্পর্শ করেন। চলতি বছরের ১৯ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে নেমে তিনশর ডেরায় পৌঁছান বাংলাদেশের প্রাক্তন টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক মুশফিক। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান গতকাল খেলেছেন ৩১৩তম ম্যাচ।

সাকিব আল হাসানের ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এরপর ধারাবাহিকভাবে বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়ে যাচ্ছেন। প্রথমে ওয়ানডে, এরপর টি-টোয়েন্টি এবং সবশেষ টেস্টে তার অভিষেক হয়।

chardike-ad

২৯৯ ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ১০ হাজার ৭৪ রান। উইকেট পেয়েছেন ৪৯৮টি। বিশ্বসেরা অলরাউন্ডার দুটি উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিজাত এক ক্লাবে প্রবেশ করবেন। তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও পাঁচশ উইকেটের মাইলফলক ছোঁবেন ৩১ বছর বয়সি এ ক্রিকেটার।

দেরাদুনে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস করতে নেমেই সাকিব ম্যাচ খেলার ট্রিপল সেঞ্চুরি করলেন। অসাধারণ ডাবলটা আজই পূর্ণ হয় কি না, সেটাই এখন দেখার।