দক্ষিণ কোরিয়ার কোচ হতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কোচ লুইজ ফেলিপে স্কলারি। কোরিয়া ফুটবল এসোসিয়েশন বুধবার জানিয়েছে স্কলারি তার এজেন্সীর মাধ্যমে তার আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু এখনো কোন আলোচনা হয়নি।
দক্ষিণ কোরিয়ার বর্তমান কোচ শিন থে ইয়ং এর সাথে চুক্তি শেষ হবে এই মাসের শেষে। এরপরেই নতুন কোচ নিয়োগ দিবে কোরিয়া ফুটবল এসোসিয়েশন।
লুইজ ফেলিপে স্কলারি ২০০২ সালের বিশ্বকাপ ফুটবল জয়ী ব্রাজিল দলের কোচের দ্বায়িত্ব পালন করেন। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি পর্তুগাল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে ছিলেন। তিনি পুনরায় ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব পালন করছেন। ব্রাজিলে তাঁকে ফেলিপাও এবং আন্তর্জাতিক পর্যায়ে বিগ ফিল নামে ডাকা হয়।