দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে রাশিয়া বিশ্বকাপ। সেমিফাইনালের পর ফাইনালের মধ্য দিয়ে ১৫ জুলাই পর্দা নামছে ইউরোপে হওয়া এই বিশ্বকাপের। বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা সম্পর্কে এশীয়ান মানুষদের মোটামুটি জানা।
তবে এবার শুধু এশিয়া নয়, পুরো বিশ্বকাপ জুড়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের ভালোবাসা দেখানোর ব্যবস্থা করলো ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে পোস্ট করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৫টার সময় বাংলাদেশের পুরান ঢাকার গোল ফেস্টের তিনটি ছবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার একটি ছবি পোস্ট করে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ নামক পেজটি, যেটি ফিফার অফিশিয়াল ফেসবুক পেজ হিসেবে পরিচিত। ইতোমধ্যে কমেন্ট বক্সে বাংলাদেশিদের শুভেচ্ছা বার্তায় সয়লাব পুরো পোস্টটি।
ছবিগুলোর ক্যাপশনে ফিফা লিখেছে, ‘বিশ্বকাপে কখনোই জায়গায় করে নিতে না পারলেও বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে নিবেদিত ফুটবল সমর্থক রয়েছে।’
Posted by FIFA World Cup on Sunday, July 8, 2018