Search
Close this search box.
Search
Close this search box.

নিজস্ব দোকান স্থাপনের পরিকল্পনা স্যামসাংয়ের

২২ ডিসেম্বর ২০১৩, সিউল:

বিভিন্ন কোম্পানিকে পণ্য সরবরাহের পাশাপাশি দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা স্যামসাং এখন নিজস্ব দোকান স্থাপনের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে দোকান স্থাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে সরাসরি প্রতিযোগিতায় নামতে যাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদ সংস্থা দি ইনফরমেশন সম্প্রতি তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।

chardike-ad

Samsung-Logoএর আগে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল বিশ্বব্যাপী তাদের বেশকিছু অ্যাপল স্টোর স্থাপন করে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি অ্যাপল থেকেই প্রতিষ্ঠানটির পণ্য কেনার সুযোগ পায়। এরই ধারাবাহিকতায় এবার স্যামসাংও যুক্তরাষ্ট্রের বাজারে তাদের নিজস্ব দোকান স্থাপনের পরিকল্পনা করছে বলে অভিমত বিশ্লেষকদের। এর মাধ্যমে অ্যাপল ও স্যামসাং এখন বাজারে সরাসরি গ্রাহকদের পণ্য সরবরাহ করবে। বাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের প্রবণতা প্রতিযোগিতার পরিমাণ আরো বৃদ্ধি করবে।

স্যামসাং এরই মধ্যে অ্যাপল স্টোরের সাবেক নকশাকারী টিম গাজেলকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্যামসাংয়ের দুজন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের খুচরা বাজার সম্পর্কে ধারণা নিতেই গাজেলকে নিয়োগ দেয়া হয়েছে। গাজেল দোকানের নকশা ও এ-সম্পর্কিত যেকোনো বিষয়েই অভিজ্ঞ ও দক্ষ। বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তি কোম্পানিগুলোর প্রবণতা বাজার প্রতিযোগিতায় নতুন মাত্রা যুক্ত করবে। সূত্রঃ বণিকবার্তা।