Search
Close this search box.
Search
Close this search box.

পেলের রেকর্ডে ভাগ বসালেন এমবাপে

mbappeএবারের বিশ্বকাপের ‘বিস্ময় বালক’ খেতাবটা কাইলিয়ান এমবাপের গায়ে পাকাপোক্তভাবেই সেটে দেয়া যায়। পুরো বিশ্বকাপে দুর্দান্ত খেলা এমবাপে, ফাইনালেও বজায় রাখলেন এই ধারা। করলেন এক গোল, বসলেন ৬০ বছর পুরনো এক রেকর্ডে।

ম্যাচের ৬৫তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোল করে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে নিজের চতুর্থ গোল করেন এমবাপে। এই গোলের সাথে ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে কোন ‘টিনএজার’ ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েন এমবাপে।

chardike-ad

এর আগে ১৯৫৮ সালের ফাইনালে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। ৬০ বছর পেলে নিজের পাশে পেলেন ফ্রান্সের বিস্ময় বালককে।

এর আগে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন এমবাপে। সেই ম্যাচেও পেলের ৬০ বছরের পুরনো এক রেকর্ড নিজের করে নেন এমবাপে। সেই রেকর্ডটি হল ‘টিনএজার’ ফুটবলার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জোড়া গোল করার রেকর্ড।