Search
Close this search box.
Search
Close this search box.

নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানি সাইপ্রাসে, নিখোঁজ ২৫

Saiprash

সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে ১৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে বুধবার তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২৫ জন অভিবাসী।

chardike-ad

এ ব্যাপারে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা জানান, নৌকাটিতে প্রায় ১৫০ জন অভিবাসী ছিল। সাইপ্রাসের উত্তরাঞ্চলের উপকূল থেকে ৩০ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়। তুর্কি হেলিকপ্টার ও নৌকার সাহায্যে ১০৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। তারা আরও জানান, উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে হেলিকপ্টারে করে উত্তর সাইপ্রাসে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া অন্য অভিবাসীদের সম্পর্কে কোস্টগার্ড কিছু জানায়নি।

তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ আনতালইয়ার ২৫ নটিক্যাল মাইল দূরে অভিবাসী নৌকাটি অবস্থান করছিল বলে বিবৃতিতে জানানো হয়।