Search
Close this search box.
Search
Close this search box.

শোকের মাসে চাঁদাবাজি না করার নির্দেশ ওবায়দুল কাদেরের

obaidul-qaderশোকের মাস আগস্টে শোকের কর্মসূচি পালনের নামে কেউ যাতে চাঁদাবাজি না করে সেজন্য দলের নেতাদেরকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (০৩ আগস্ট) আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ নির্দেশ দেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা ১১টায় ওবায়দুল কাদেরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

chardike-ad

ওবায়দুল কাদের বলেন, শোকের মাসে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য আমাদের নেতাদেরকে মনিটরিং করতে বলেছি। সতর্ক থাকতে বলেছি। বিলবোর্ড, পোস্টার, ব্যানার যেন শৃঙ্খলাভাবে প্রদর্শন করা হয়। আগস্ট মাসের ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয়। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে বলেছি।