Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র ১০৭ রানেই অলআউট ভারত

andersonপাঁচ ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১০৭ রানে অলআউট হয়েছে ভারত। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ২০ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন। এছাড়া স্টুয়ার্ট ব্রড ১টি, ক্রিস ওয়েকস ২টি ও স্যাম কুররান ১টি করে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে ম্যাচের তৃতীয় দিনের খেলা। বৃহস্পতিবার লন্ডনের লর্ডসে শুরু হয়েছে ম্যাচটি। প্রথম দিন বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিন টস হেরে ব্যাট করতে নামে ভারত। গতকাল সারাদিন খেলা হয়েছে মাত্র ৩৫.২ ওভার। এর পুরোটাই ছিল ভারতের ইনিংস। অর্থাৎ, গতকাল ইংল্যান্ড ব্যাট করতে পারেনি।

chardike-ad

sentbe-adসিরিজে ইংল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানে জয় পেয়েছিল তারা। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর: ভারত প্রথম ইনিংস: ১০৭ (৩৫.২ ওভার)। (মুরালি বিজয় ০, লোকেশ রাহুল ৮, চেতেশ্বর পূজারা ১, বিরাট কোহলি ২৩, অজিঙ্কা রাহানে ১৮, হার্দিক পান্ডিয়া ১১, দিনেশ কার্তিক ১, রবীচন্দ্রন অশ্বিন ২৯, কুলদীপ যাদব ০, মোহাম্মদ শামি ১০*, ইশান্ত শর্মা ০; জেমস অ্যান্ডারসন ৫/২০, স্টুয়ার্ট ব্রড ১/৩৭, ক্রিস ওয়েকস ২/১৯, স্যাম কুররান ১/২৬)।