Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় স্ত্রী হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড

malaysia-sazeda
হত্যার শিকার স্ত্রী সাজেদা-ই-বুলবুল এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী শাহজাদা সাজু

মালয়েশিয়ায় স্ত্রীকে হত্যা করার দায়ে এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ কয়েক টুকরো করে দুটি লাগেজে ভরে একটি ডোবায় ফেলে দিয়েছিল।

৭ আগস্ট (মঙ্গলবার) মো. শাহজাদা সাজু (৩৭) নামের বাংলাদেশির বিরুদ্ধে দায়ের করা অভিযোগে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন দেশটির ম্যাজিস্ট্রিক কোর্ট। সাজু মালয়েশিয়ার একটি শপিং মলের জুনিয়র সুপারভাইজার হিসেবে কাজ করতো।

chardike-ad

malaysiaঅভিযোগে বলা হয়, গত ৩ জুলাই সকাল ৪টা ১৫ মিনিট থেকে ৫ জুলাই ৩টা ১৬ মিনিটের মধ্যে কোন এক সময় তার স্ত্রী সাজেদা-ই বুলবুল কে হত্যা করে সে।

এ হত্যাকাণ্ড ঘটার বিবরণীতে বলা হয়, গত ৫ জুলাই বৃহস্পতিবার পুত্রা ওয়ার্ল্ড ট্রেট সেন্টারের কাছের নদীর তীরে লাগেজ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম লাগেজের ১০০ মিটার দূর থেকে অপর মরদেহ ভর্তি লাগেজটি উদ্ধার করে। এ সময় প্রথম লাগেজে হাত, পা ও মাথা এবং অপর লাগেজে শরীরের বাকি অংশ দেখতে পায় পুলিশ।