Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় ভুয়া চিকিৎসক গ্রেফতার

সিউলের একটি হাসপাতালে প্রায় দুইবছর চিকিৎসা সেবা দেওয়ার পর গ্রেফতার করা হয়েছে একজন ভুয়া চিকিৎসককে। মূলত বিদেশীর কর্মীদের ঠকিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করতো এই ভুয়া চিকিৎসক।

chardike-ad

সিউল সংদোং পুলিশ স্টেশন জানিয়েছে এই ভুয়া চিকিৎসক একটি ছোট ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করে আসছিলো। ক্লিনিকটির যে চিকিৎসকের নামে রেজিস্টার করা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঐ ক্লিনিকের কর্মরত ৫ জন কর্মকর্তাকেও গ্রেফতার করা হয়েছে।

এই ভুয়া চিকিৎসক ২০১৬ সালের জানুয়ারী থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কোন সার্টিফিকেট ছাড়াই চিকিৎসা সেবা দিয়েছেন। মূলত ভিয়েতনাম, থাইল্যান্ডসহ বিদেশী কর্মীদেরকেই চিকিৎসা সেবা দিতেন এই ভুয়া চিকিৎসক। পুলিশের ভাষ্য অনুযায়ী এই দুই বছরে এই ভুয়া চিকিৎসক ৭৫ কোটি উওন আয় করেন।