sentbe-top

মরুর বুকে একখণ্ড বাংলাদেশ

kuwaitকুয়েতে যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় একযোগে কুয়েতের বৃহৎ ঈদের নামাজ আদায় করেছে প্রবাসী মুসল্লিরা। মরুর বুকে এ যেন একখণ্ড বাংলাদেশ।

প্রতি বছরের মতো এবারও দেশটিতে ১২ বাঙালি অধ্যুষিত স্থানে বাংলা খুতবা পাঠ করা হয়। কুয়েতে বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয় জেলিব আল সুয়েক হাবাসিয়া বড় মসজিদে।

প্রবাসের মাটিতে বাংলাদেশিদের বৃহত্তম জামাতে অংশগ্রহণ করতে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা মিলিত হয় হাসাবিয়ায়। নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের সঙ্গে পরবাসীরা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জানা গেছে, কিছু সংখ্যক বাংলাদেশি নিজেদের কোম্পানির বেরাকে কুরবানি করে। আবার অনেকে পরিবারসহ চলে যান মরুভূমিতে। বিদেশের মাটিতে দেশের প্রিয়জনদের ছাড়া ঈদ উদযাপন কষ্ট হলেও আজ সবাই একসঙ্গে মিলিত হয়ে সেই কষ্ট কিছুটা হলেও দূর হয়েছে। বাঙালি অধ্যুষিত এলাকার মসজিদগুলোতে বিপুল সংখ্যক লোক সমাগম ঘটে। ঈদ জামাত পরিণত হয় বাঙালির মিলনমেলায়।

sentbe-top