qatar-krishi২০২২ বিশ্বকাপ ফুটবল আসরকে সামনে রেখে মধ্যপ্রাচ্যের ধনী রাষ্ট্র কাতারে চলছে নানা আয়োজন। এই আয়োজনে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে কাঁকর বালির মরুভূমিকে সবুজে সাজানোর বিষয়টি। তাই রমরমা হয়ে উঠেছে নার্সারি বাণিজ্য। বহুমুখি সম্ভাবনার ওই বাণিজ্যের সাফল্যের অংশীদার প্রবাসী বাংলাদেশিরা।

মরু বিস্তৃত তেলসমৃদ্ধ ধনী রাষ্ট্র কাতার। অট্টালিকার পর অট্টালিকা, অত্যাধুনিক স্থাপনা আর আভিজাত্যে অনন্য এই আরবভূমিতে সবুজের আয়োজন সবচেয়ে দামি। দারুণ লাভজনক আর সম্ভাবনাময় এই বাণিজ্য নিয়ে এগিয়ে এসেছে নেদারল্যান্ডস।

chardike-ad

sentbe-adউম সালাল আলী এলাকায় তাদের বিশাল নার্সারি প্লাজা হলান্ডিয়া, যেন সুপরিকল্পিত বিশাল বিস্তৃত এক বাগান। ইউরোপের দেশগুলো থেকে রকমারি গাছ এনে প্রদর্শিত করা হচ্ছে এখানে।

এই বিশাল নার্সারি শিল্পের সবকিছু দেখভাল করছে বাংলাদেশি তরুণ আব্দুল করীম। তার হিসেবে আরবভূমিতে সবচেয়ে সম্ভাবনাময় ও লাভজনক বাণিজ্য এটি। এখানে কর্মসংস্থানও হয়েছে বহু সংখ্যক প্রবাসী বাঙালির।

তিনি জানাচ্ছেন এই বাণিজ্যে অংশ নেয়ার ক্ষেত্রে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে বাংলাদেশের। প্রয়োজন শুধু কার্যকর যোগাযোগের।

সৌজন্যে- চ্যানেল আই অনলাইন