cosmetics-ad

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা আত্মঘাতী গোল এটাই?

goal

৯১৩ দিন ও ৪৮ ম্যাচ পর স্ট্রাইকারের গোল পাওয়া নিয়ে ম্যাচটা এমনিতেই আলোচনায় আছে। আলোচনার জন্ম দিয়েছে একই ম্যাচের একটি আত্মঘাতী গোলও। মঙ্গলবার লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে হাডার্সফিল্ডকে ২-০ গোলে হারিয়েছে স্টোক সিটি। ৫৩ মিনিটে স্টোক সিটির হয়ে গোল করেন সাঈদো বেরাহিনো। এই গোলেই আড়াই বছরের গোল-খরা কাটান ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আত্মঘাতী গোল করে বসেন হাডার্সফিল্ডের ডাচ মিডফিল্ডার জুনিনহো বাকুনা। সেটাও আবার ৫০ গজ দূর থেকে!

একটু আগেই কর্নার থেকে হেড নিতে নিজের পোস্ট ছেড়ে স্টোক সিটির বক্সে চলে গিয়েছিলেন হাডার্সফিল্ডের গোলরক্ষক জোনাস লোসি। তিনি তখনো তার পোস্টে ফেরেননি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের শটে প্রায় মাঝ মাঠে বল পেলেন বাকুনা। বল মাটিতে পড়ার আগেই তার জোরালো ভলি। বলটা গোলরক্ষক লোসির মাথার ওপর দিয়ে কয়েক ড্রপ খেয়ে ঢুকে গেলে নিজেদের জালেই!

এই ম্যাচ দিয়েই হাডার্সফিল্ডের হয়ে অভিষেক হয় বাকুনার। অভিষেকে এমন আত্মঘাতী গোল করে বসবেন, তা কি আর তিনি ভেবেছিলেন! তার এই আত্মঘাতী গোল ফুটবলেরই সর্বকালের সেরা কি না, চলছে সেই আলোচনাও!