bangladesh-pkম্যাচ প্রায় শেষের পথে, গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক এমন সময়ে মাঠ ভরা দর্শকদের উচ্ছ্বাসে ভাসালেন তপু বর্মন। তার করা দুর্দান্ত গোলেই পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পথে স্বাগতিক বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাফ সুজুকি কাপ-২০১৮ এর তৃতীয় দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হয় ‘এ’ গ্রুপের দুই দল বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচের প্রথমার্ধ কাটে গোলশূন্যভাবে।

chardike-ad

bd-supportersযদিও ১২ মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের ওয়ালি ফয়সাল। কিন্তু পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাটকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড।

পরে আরও বেশকিছু আক্রমণ প্রতিহত হয় পাকিস্তানের ডিফেন্সে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই গ্রুপ ‘এ’র শীর্ষস্থান এখন বাংলাদেশের। শনিবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল।