cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

আগামী ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ অক্টোবর যথাক্রমে বি, ডি, সি, এ এবং বি-১ ও ডি-১ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এদিকে ৩১ অক্টোবর সকাল ১০ টায় বি-১ ও এই দিন দুপুর আড়াইটায় ডি-১ এর পরীক্ষা হবে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস, যন্ত্র ও ঘড়ি বরাবরের মতই নিষিদ্ধ থাকবে।

chardike-ad

আগে ভর্তি পরীক্ষার আবেদন ফি ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া হলেও এবার শিক্ষার্থীরা মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা বিকাশ বা রকেটের মাধ্যমেই তা দিতে পারবেন। এবার প্রতি ইউনিট আবেদন ফি ৪৭৫ টাকা। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.cu.ac.bd) থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরীণ আখতার, আইসিটি সেলের কো-অর্ডিনেটর ড. মো হানিফ সিদ্দিকী ও বিভিন্ন অনুষদের ডিনসহ অনান্যরা ভর্তি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।