cosmetics-ad

মা হতে চলেছেন আনুশকা?

anushka-sharma

বলিউডে এখন এটাই বড় আলোচনার বিষয়। মা হতে চলেছেন আনুশকা শর্মা! ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ গুঞ্জন বেশ ভালোই ডালপালা মেলেছে। গুঞ্জনের পক্ষে কেউ কেউ হাজির করছেন নানা প্রমাণ, অনেকে আবার বিপক্ষেও লিখছেন।

গুঞ্জনের সূচনা মূলত একটি ভিডিও থেকে। গণেশ চতুর্দশী উদ্যাপনে সচেতনতামূলক এক প্রচারণায় হাজির হন আনুশকা শর্মা। আলোচনা শেষে উঠে দাঁড়ানোর সময় খুব সাবধানে, যাতে পেটে চাপ না পড়ে সেভাবে উঠে দাঁড়ান তিনি। এই দৃশ্য দেখেই সবাই তার মা হওয়ার গুঞ্জনে মেতেছে।

এ সময় তার পরনে ছিল কালো, লম্বা, ঢোলা একটি জামা। আনুশকার পাশে ছিলেন তাঁর ‘সুই ধাগা’ ছবির নায়ক বরুণ ধাওয়ান।

বিরাট কোহলির এক টুইটের জের ধরে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সন্তান জন্মানোর গুজব ছড়িয়েছিল। টুইটে বিরাট লিখেছিলেন, ‘অনেক ঘটনা আছে। আসল ঘটনাটি শিগগিরই জানাব।’

এদিকে এমনটাও শোনা যাচ্ছে, আনুশকা আসলে অসুস্থ। মেরুদণ্ডে আঘাত পেয়েছেন তিনি। ওই অনুষ্ঠানে কথা বলার সময় বরুণ ধাওয়ানও আনুশকার অসুস্থতার কথা বলেছেন। ব্যথা নিয়ে সেখানে হাজির হওয়ার জন্য আনুশকাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এতে অন্তঃসত্ত্বা হওয়ার যুক্তি পাচ্ছেন না অনেকে।