Search
Close this search box.
Search
Close this search box.

মেসির হ্যাটট্রিকে বার্সার ‍শুভসূচনা

messi-barcaলিওনেল মেসির অসাধারণ হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগের শুরুটা দুর্দান্ত করলো বার্সেলোনা। গ্রুপ ‘বি’র ম্যাচে আইন্দহোভেনকে (পিএসভি) ৪-০ গোলে উড়িয়ে দেয় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। বার্সার হয়ে অন্য গোলটি করেন উসমান দেম্বেলে।

মঙ্গলবার রাতে নেদারল্যান্ডস লিগ চ্যাম্পিয়ন পিএসভিকে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আতিথিয়েতা জানায় বার্সা। তবে অতিথিদের একের পর এক গোল বন্যায় ভাসায় স্বাগতিকরা।

chardike-ad

এদিন ম্যাচের ৩১ মিনিটে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকে প্রায় ২২ গজ দূর থেকে গোল করে দলের লিড এনে দেন মেসি। পরে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দেয় কাতালান শিবির। এরই ধারাবাহিকতায় ব্যবধান দ্বিগুণ হয় দলটির। ৭৪ মিনিটে প্রায় একক দক্ষতায় জোড়ালো শটে স্কোরশিটে নাম লেখান ফরাসি তারকা দেম্বেলে। এর তিন মিনিট পরেই নিজের দ্বিতীয় গোল করেন মেসি। তবে ৮১ মিনিটে দ্বিতীবার হলুদকার্ড দেখে স্যামুয়েল উমতিতি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

যদিও একজন কম নিয়ে খেলেও বার্সাকে দমাতে পারেনি প্রতিপক্ষ পিএসভি। উল্টো ৮৭ মিনিটে নিজেদর হ্যাটট্রিক পূরণ করে নেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ইউরোপ সেরার আসরে এ নিয়ে ১০৩টি গোলের মালিক হলেন পাঁচবারের ব্যালন ডি‘অর জয়ী।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা। ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে টটেনহ্যামকে ২-১ গোলে হারায় ইন্টার মিলান।