Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকীয় শব্দভাণ্ডার

সিউল, ২৮ জানুয়ারি ২০১৪:

কয়েক দিন পর ১০ বছরে পা দেবে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক। দুনিয়ার যোগাযোগ ধারাকে বদলে দেয়া এ মাধ্যমের প্রভাব এখন সর্বত্র। কিন্তু তলে তলে এটি ইংরেজি শব্দভাণ্ডারকে বদলে দিচ্ছে তা অনেকেরই নজরে আসেনি। অবশ্য সন্দেহ নেই যে, অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও অনেক ধরনের নতুন শব্দ ও ভাবধারা যোগ করেছে ইংরেজি ভাষায়। তবে ১১৯ কোটি মানুষের ফেসবুক নেটওয়ার্ক যেভাবে প্রভাব রেখেছে, তার কোনো তুলনা আপাতত নেই। অনেক ক্ষেত্রেই দেখা গেছে, ফেসবুকের কারণে ইংরেজি ভাষার অশিষ্ট শব্দগুলোই শেষ পর্যন্ত বহুল ব্যবহূত সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এসব শব্দের অন্তর্ভুক্তি ইংরেজি ভাষার জন্য ভালো না মন্দ সেটি সময়ই বলে দেবে। তবে এ মুহূর্তে এ শব্দগুলো সম্পর্কে জেনে নেয়া যাক-

chardike-ad

untitled_30296ফেসবুক অফিশিয়াল (বিশেষণ): কারো ব্যক্তিগত সম্পর্ক প্রাতিষ্ঠানিকভাবে ফেসবুকে প্রকাশ করে নিশ্চিত করা; মূল অর্থ হওয়া উচিত ছিল ‘ফেসবুকের কর্মকর্তা’

ফ্রেন্ড (ক্রিয়া): অন্য ফেসবুক ব্যবহারকারীকে ডিজিটাল বন্ধু হিসেবে গ্রহণ করা; এর মূল অর্থ ‘মিত্র (বিশেষ্য)’

লাইক (ক্রিয়া): ফেসবুকের কোনো বিষয় সম্বন্ধে নিজের আগ্রহ প্রকাশ; মূল অর্থ ‘সদৃশ (বিশেষণ) ’

পোক (ক্রিয়া): নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক বন্ধুকে নিজের অস্তিত্ব জানান দেয়া; মূল অর্থ ‘অন্যকে খোঁচানো’

প্রো পিক (বিশেষ্য): সবার দেখার জন্য বানানো প্রোফাইলে যে ছবি দেখা যায়; এর মূল অর্থ ‘অর্ধ প্রতিকৃতি’

স্টক (ক্রিয়া): অন্যের ফেসবুক পোস্ট ও ছবি গভীরভাবে পর্যবেক্ষণ করা, এমনকি সে ব্যক্তি যদি পরিচিত নাও হয়; মূল অর্থ ‘দৃঢ়ভাবে হেঁটে যাওয়া’

ট্যাগ (ক্রিয়া): ছবি, স্ট্যাটাস কিংবা কমেন্টের সঙ্গে অন্য ব্যবহারকারীর প্রোফাইল যুক্ত করে দেয়া; এর মূল অর্থ ‘চিরকুট (বিশেষ্য)’

আনফ্রেন্ড (ক্রিয়া): ফেসবুক সংযোগ থেকে কাউকে বিচ্ছিন্ন করা; মূল ইংরেজিতে ‘আনফ্রেন্ড’ শব্দের ব্যবহার নেই বললেই চলে

আনলাইক (ক্রিয়া): লাইক বাটন আরেকবার চাপ দিয়ে প্রথমবারের লাইক বাতিল করা; মূল অর্থ ছিল অব্যয়ীভাব বিশেষণ হিসেবে ‘ভিন্ন ’

ওয়াল (বিশেষ্য): প্রোফাইলের যে অংশটি সবাই দেখতে পায়, এখানে ব্যক্তিবিশেষের সব পোস্ট ও সংযুক্ত অন্যদের পোস্ট প্রদর্শিত হয়; মূল অর্থ ‘দেয়াল’
সূত্র: ম্যাশেবল