Search
Close this search box.
Search
Close this search box.

সেরা করদাতা হলেন সাকিব আল হাসান

shakibবিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান এবার আয়কর রিটার্ন প্রদানেও সেরা নির্বাচিত হলেন। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে খেলোয়াড় ক্যাটাগরিতে ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিব।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত সম্মাননা ক্রেস্টের ছবি পোস্ট করেছেন সাকিব। ক্যাপশনে তিনি দেশের উন্নয়নে কর প্রদানে এগিয়ে আসতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

chardike-ad

সাকিব লিখেছেন, ‘এই সম্মানা পেয়ে আমি নিজেকে গর্বিত অনুভব করছি এই কারণে যে, দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি। দেশের প্রতি কর্তব্য পালনের জন্য সকল নাগরিকদের প্রতি আমার অনুরোধ রইল।’

উল্লেখ্য, আঙুলের ইনজুরির জন্য চলতি জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না সাকিব আল হাসান। ফিজিওর সবুজ সংকেত পেলে চলতি মাসের শেষে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ককে।

https://web.facebook.com/Shakib.Al.Hasan/photos/a.10150259930625394/10161038123075394/