Search
Close this search box.
Search
Close this search box.

গ্যালাক্সি এস৫ আসছে এ মাসের যেকোনদিন

সিউল, ৪ ফেব্রুয়ারি, ২০১৪:

স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্লড কংগ্রেসের (এমডব্লিউসি) প্রথম দিনে এক ‘আনপ্যাকড ৫’ ইভেন্টের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট এবং স্মার্টফোন নির্মাতা স্যামসাং। ইভেন্টে যোগ দিতে একাধিক প্রচারমাধ্যমকে দাওয়াতও দিয়েছে প্রতিষ্ঠানটি।

chardike-ad

52f0d624c353f-s5আর সবগুলো প্রচারমাধ্যমেরই ধারণা, ২৪ ফেব্রুয়ারির ওই ইভেন্টেই নতুন গ্যালাক্সি এস ৫ স্মার্টফোন দেখাবে স্যামসাং।

দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, ইভেন্টের ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও ‘ফ্ল্যাগশিপ প্রোডাক্ট’ শব্দ দুটি ঠিকই ছিল স্যামসাংয়ের আমন্ত্রণপত্রে। অন্যদিকে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, আমন্ত্রণপত্রে ফ্ল্যাগশিপ প্রোডাক্টের কথা উল্লেখ না থাকলেও গ্যালাক্সি এস৫ এর কথাই ইঙ্গিত করছে ইভেন্টটির নাম।

২০১৩ সালের এমডব্লিউসিতে গ্যালাক্সি এস৪ দেখানোর কথা থাকলেও সেবার আলাদা একটি ইভেন্টে গ্যালাক্সি গিয়ার স্মার্টওয়াচ প্রদর্শন করে ক্রেতা ভক্তদের চাহিদা মিটিয়েছিল স্যামসাং। আর এবছরের এমডব্লিউসিতেও স্যামসাং জিএস৫ দেখাবে এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই।