Search
Close this search box.
Search
Close this search box.

১০ বছরের ফেসবুকের গুরুত্বপূর্ণ ঘটনাবলী

সিউল, ৫ ফেব্রুয়ারি, ২০১৪:

২০০৪ সালের এই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ডরমিটরিতে প্রথম চালু হয়েছিল ফেসবুক। ১০ বছর পর কম্পিউটার-পাগল মার্ক জাকারবার্গের তৈরি সাইটটি হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যম। পরিণত হয়েছে ১১৯ কোটি মানুষের দৈনন্দিন জীবনযাপনের প্রায় অবিচ্ছেদ্য একটি অংশে। কীভাবে সাইটটি এত বিপুল সাফল্য পেল, তা দিনক্ষণ অনুযায়ী জেনে নেয়া যাক—

chardike-ad

Facebook-trouble২০০৪
জানুয়ারি: ১৯ বছর বয়সী মার্ক জাকারবার্গ নিজের ডরমিটরি রুমে শুরু করলেন অনলাইন নেটওয়ার্ক তৈরির কাজ, যার মূল লক্ষ্য সব হার্ভার্ড ছাত্রকে একসূত্রে গাঁথা
ফেব্রুয়ারি: আনুষ্ঠানিকভাবে চালু হলো দ্যফেসবুকডটকম। শুরুতে যোগ দিলেন জাকারবার্গ আর তিন রুমমেট-সহপাঠী— ক্রিস হিউজ, এডুয়ার্ডো স্যাভেরিন ও ডাস্টিন মস্কোভিজ
মে: সিলিকন ভ্যালি পাড়ি জমালেন জাকারবার্গ ফল সেমিস্টারে ভর্তি বাতিল করে
জুলাই: অনলাইন লেনদেন প্রতিষ্ঠান পেপলের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েলের কাছ থেকে বিনিয়োগ হিসেবে এল ৫ লাখ ডলার
সেপ্টেম্বর: ইউজার প্রোফাইলে যোগ হলো ‘ওয়াল’

২০০৫
এপ্রিল: অ্যাক্সেল পার্টনারসের কাছ থেকে ১ কোটি ২৭ লাখ ডলার বিনিয়োগ লাভ
আগস্ট: আনুষ্ঠানিকভাবে দ্যফেসবুকডটকম থেকে ফেসবুক নাম গ্রহণ

২০০৬
ফেব্রুয়ারি: ১৫০ কোটি ডলারে ভায়াকমের ক্রয় প্রস্তাব ফিরিয়ে দিল ফেসবুক
সেপ্টেম্বর: ১০০ কোটি ডলার দিয়ে ইয়াহুও কিনে নিতে চেয়েছিল ফেসবুককে। কিন্তু তাতে জল ঢালেন জাকারবার্গ। চালু হলো ‘নিউজ ফিড’। ১৩ বছরের ঊর্ধ্বে যে কারো জন্য ফেসবুক উন্মুক্ত

২০০৭
সেপ্টেম্বর: অ্যাপ তৈরি করে দেয়ার জন্য ১ কোটি ডলারের তহবিল ঘোষণা
অক্টোবর: ২৪ কোটি ডলার দিয়ে ফেসবুকের অংশীদারিত্ব কিনল মাইক্রোসফট। গ্রাহক সংখ্যা ৫ কোটির ঘর স্পর্শ
ডিসেম্বর: ‘বিকন’ নামের অ্যাপ দিয়ে গ্রাহকদের তথ্য সংগ্রহ করার জন্য ক্ষমা প্রার্থনা জাকারবার্গের

২০০৮
ফেব্রুয়ারি: ফেসবুকের ধারণা নিজেদের বলে দাবি করে বসেন জমজ ভাই টাইলার ও ক্যামেরন উইংকলেভস। তাদের সঙ্গে সাড়ে ৬ কোটি ডলারের সমঝোতা চুক্তি। স্প্যানিশ ভাষায় সাইট চালু
মার্চ: গুগলের অন্যতম শীর্ষ নির্বাহী শেরিল স্যান্ডবার্গ যোগ দিলেন প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে। চালু হলো ফরাসি ও জার্মান ভাষার সাইট
এপ্রিল: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট হিসেবে মাইস্পেসকে হটিয়ে শীর্ষস্থান দখল
আগস্ট: গ্রাহক ১০ কোটি
অক্টোবর: আয়ারল্যান্ডের ডাবলিনে আন্তর্জাতিক সদর দফতর চালু

২০০৯
মার্চ: ফেসবুকের মোবাইল সাইট চালু
এপ্রিল: গ্রাহক ২০ কোটি
মে: রুশ ইন্টারনেট কোম্পানি ডিজিটাল স্কাই টেকনোলজিসের কাছ থেকে ২০ কোটি ডলার বিনিয়োগ লাভ
সেপ্টেম্বর: সদস্য সংখ্যা ৩০ কোটি। আয়ের জন্য উপযুক্ত হয়েছে ঘোষণা জাকারবার্গের
ডিসেম্বর: ব্যক্তিগত গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে— অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষগুলোর তদন্ত শুরু

২০১০
মে: মহানবী (সা.)-কে নিয়ে সাইটে কার্টুন প্রকাশ হওয়ায় পাকিস্তানে ফেসবুক নিষিদ্ধ
জুলাই: সদস্য সংখ্যা ৫০ কোটি। ১ কোটি ভক্ত লাভ মার্কিন পপ তারকা লেডি গাগার। কয়েক দিন পরই একই মাইলফলক স্পর্শ করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
আগস্ট: ফেসবুক প্লেসেস সেবা চালু
অক্টোবর: মার্ক জাকারবার্গ ও ফেসবুককে নিয়ে পরিচালক ডেভিড ফিঞ্চার তৈরি করলেন ‘দ্য সোস্যাল নেটওয়ার্ক’ মুভিটি। আটটি অস্কার মনোনয়ন পেয়ে তিনটি জিতল সেটি
ডিসেম্বর: দৈনন্দিন জীবনযাপনকে বদলে দেয়ায় টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ মনোনীত হলেন জাকারবার্গ

২০১১
জানুয়ারি: ব্যক্তিগত শেয়ার বিক্রি করে ১৫০ কোটি ডলার বিনিয়োগ লাভ। ফেসবুকের বাজার মূল্য ৫ হাজার কোটি ডলার
ফেব্রুয়ারি: পালো আলটো ছেড়ে সদর দফতর নিকটবর্তী মেনলো পার্কে স্থানান্তরের পরিকল্পনা
এপ্রিল: ফেসবুক সদর দফতর পরিদর্শনে ওবামা। জাকারবার্গের সঙ্গে একান্ত সাক্ষাত্
সেপ্টেম্বর: টাইমলাইন চালু
নভেম্বর: ব্যক্তিগোপনীয়তা নীতি আরো কঠোর করার সিদ্ধান্ত। কোম্পানির হিসাবপত্র দেখতে পারবেন নিরীক্ষকরা

২০১২
জানুয়ারি: শেয়ার বাজারে ছাড়ার জন্য আবেদন
মে: শেয়ার ছেড়ে ১৬০ কোটি ডলার সংগ্রহ করে রেকর্ড সৃষ্টি। বাজার মূল্য ১০ হাজার ৪০০ কোটি ডলার। সদস্য সংখ্যা ৯০ কোটি
আগস্ট: ছবি বিনিময় অ্যাপ ইন্সটাগ্রাম ক্রয়, শেয়ারের দরপতন
সেপ্টেম্বর: ভিত্তি মূল্যের চেয়ে শেয়ার মূল্য ৫০ শতাংশের বেশি পতন; ফেসবুকের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা
অক্টোবর: সদস্য সংখ্যা ১০০ কোটির ঘর স্পর্শ

২০১৩
জানুয়ারি: মাইক্রোসফটের সহযোগিতায় সার্চ ইঞ্জিন ‘সোস্যাল গ্রাফ’ চালু
এপ্রিল: এফডব্লিউডি ডটইউএস নামের রাজনৈতিক তদবির দল চালু করলেন জাকারবার্গ। উদ্দেশ্য অভিবাসন ও শিক্ষানীতির সংস্কার নিয়ে সরকারকে চাপ দেয়া। স্মার্টফোনের জন্য ‘ফেসবুক হোম’ সফটওয়্যার উন্মোচন
নভেম্বর: ৩০০ কোটি ডলার সেধেও ইন্সট্যান্ট মেসেজিং সেবা স্ন্যাপচ্যাটকে কিনতে ব্যর্থ
ডিসেম্বর: মার্কিন শীর্ষ কোম্পানিগুলোর মানদণ্ড প্রকাশকারী স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস ৫০০ তালিকায় ফেসবুকের অন্তর্ভুক্তি। ফেসবুক ফিডে ভিডিও বিজ্ঞাপন চালু

২০১৪
জানুয়ারি: ফেসবুকের শেয়ার মূল্য রেকর্ড বৃদ্ধি। বাজার মূল্য ছাড়িয়ে গেল ১৫ হাজার কোটি ডলারের ঘর। ২০১৩ সালের আয় ৭৯০ কোটি আর মুনাফা ১৫০ কোটি ডলার। সূত্রঃ বণিকবার্তা।