Search
Close this search box.
Search
Close this search box.

ছাত্র-ছাত্রী একে অপরের সাথে কথা বললেই শাস্তি

india-news‘ছাত্রীরা ছাত্রদের সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আদেশ অমান্য করা হলে শাস্তি অবধারিত।’ এমন নোটিশ জারি করেছে ভারতের ওডিশার সামবালপুরের বীর সুরেন্দ্র সাই ইউনিভার্সিটি অব টেকনোলজি।

বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও মুখরোচক আলোচনা শুরু হয়েছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পি সি সোয়েন বলেন, ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই নোটিশ জারি করা হয়েছে।

chardike-ad

প্রসঙ্গত, ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এমন বিতর্কিত আদেশ প্রায়ই জারি হয়। এর আগে পুনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের পোশাক ব্যবহারের জন্য বিধি জারি করেছিল। নারী শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি জারি করা ওই বিধিতে স্কার্টের মাপ ও অন্তর্বাসের রংও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। সমালোচনার মুখে পরে সেই আদেশ বাতিল করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া