মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৪ ডিসেম্বর ২০১৮, ৪:০৯ অপরাহ্ন
শেয়ার

বাংলাদেশি নারী হত্যায় মার্কিন যুবকের যাবজ্জীবন


nazma-begumদুই বছরেরও বেশি সময় আগে নিউইয়র্কের জ্যামাইকা হিলে ছুরিকাঘাতে নাজমা খানম (৬০) নামে এক বাংলাদেশিকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে নিউ ইয়র্কের একটি আদালত। ১১ ডিসেম্বর কুইন্স সুপ্রিম কোর্টের জজ মাইকেল বি এলোইস এ রায় দেন বলে জানিয়েছেন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন।

২০১৬ সালের ২ সেপ্টেম্বর নাজমা নিহত হওয়ার কয়েকদিন পরই গ্রেফতার হয়েছিলেন দণ্ডপ্রাপ্ত ইয়োনতান গ্যালভেজ-মেরিন। ইয়োনতানকে ২৫ বছর কারাগারে থাকতে হবে।

১৯৭২ সালে শরীয়তপুর সরকারি কলেজের প্রভাষক শামসুল আলম খানের সঙ্গে বিয়ে হয় নামজা খানমের। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে নাজমুল আলম খান লিটু ও মেয়ে তৃণা খানম ঢাকায় থাকেন। ছোট ছেলে শুভকে নিয়ে ২০০৮ সাল থেকে আমেরিকায় বাস করছিলেন নাজমা ও তার স্বামী।

সূত্র: কুইনস ক্রনিক্যাল।