Search
Close this search box.
Search
Close this search box.

সুনামির আঘাতে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, নিহত ২২২

indonesiaইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার সুন্দা প্রণালীতে ভয়াবহ সুনামিতে এখন পর্যন্ত ২২২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন ৮৪৩ জন ও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ৯টায় কোনোরকম পূর্বাভাস ছাড়াই দক্ষিণ সুমাত্রায় সুনামিটি আঘাত হানে। সুনামির আঘাতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। সুন্দা প্রণালীর উপকূলীয় এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে সুনামির সৃষ্টি হয়েছে।

chardike-ad

indonesia-tsunamiজাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সুন্দা প্রণালী উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা আশঙ্কা করছে আরও সুনামি আঘাত হানতে পারে ওই অঞ্চলে।

জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো নুগরোহো বলেন, ভয়াবহ এই সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই সুনামির কারণ। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করছে।

জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পানদেগলাং জেলায় ১৬৪ জন, সেরাং জেলায় ১১ জন, দক্ষিণ লামপং জেলায় ৪৮ জন ও টেংগামাস জেলায় একজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যটকের মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।