২০১৮ সাল পর্যন্ত টানা ১০ বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে দক্ষিণ কোরিয়ার। গতকাল দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রকাশিত উপাত্তে দেখা যায়, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক মন্দার সময় দক্ষিণ কোরিয়ার যে রিজার্ভ ছিল, তা ২০১৮ সালে দ্বিগুণ হয়েছে। খবর সিনহুয়া।
গত ডিসেম্বর শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাস হিসেবে রেকর্ড ৪০ হাজার ৩৬৯ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জানায় ব্যাংক অব কোরিয়া। ডিসেম্বরে রিজার্ভের পরিমাণ নভেম্বরের তুলনায় ৭১ কোটি ডলার বেশি।
২০১৮ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ১ হাজার ৪৪২ কোটি ডলার। টানা ১০ বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশটিতে।
ডিসেম্বর শেষে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৩৭ হাজার ৮৬০ কোটি ডলার হচ্ছে সিকিউরিটিজ, ডিপোজিট আকারে ৩৩৫ কোটি ডলার, সোনা ৪৭৯ কোটি ডলার, বিশেষ ড্রয়িং রাইটসের আওতায় ৩৪৩ কোটি ডলার এবং আইএমএফের আওতায় ২১৪ কোটি ডলার।
গত নভেম্বরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হোল্ডারদের তালিকায় বিশ্বে দক্ষিণ কোরিয়ার অবস্থান ছিল অষ্টম।











































