Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে বাংলাদেশি দুই সহোদরের বিশেষ সম্মাননা অর্জন

saudi-bangladeshi-brothersসৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি দুই সহোদর ছেফ ও ছায়াদ বিশেষ কৃতি সম্মাননা অর্জন করেছে। সম্প্রতি স্থানীয় আল আনুদ কোরআন শিক্ষা সেন্টার থেকে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন জেদ্দা আল ছগর (পশ্চিম) জেলার মেয়র বন্দর গাজ্জাই আল ওফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আনুদ মসজিদের প্রধান ইমাম ও খতিব ইয়াহিয়া নাছের আল ছামরানি।

chardike-ad

ছেফ ও ছায়াদের জন্মই সৌদি আরবে। এই কৃতি দুই সহোদরের বাবা রুমী সাঈদ একজন স্বনামধন্য সৌদি গণমাধ্যমকর্মী। তিনি বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইতে দেড় দশক ধরে সাংবাদিকতা করছেন। এই ভ্রাতৃদ্বয় জন্ম থেকে বাবা-মার সঙ্গে সৌদি আরবে বসবাস করছে। তাদের মা এলিনা হকও একজন গণমাধ্যমকর্মী।

বাংলাদেশি বালকদের এ অর্জন সৌদি আরবে বাংলাদেশিদের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছে বলে অভিমত প্রকাশ করেন মেয়র বন্দর গাজ্জাই ও খতিব ইয়াহিয়া ছামরানি।

উল্লেখ্য, আল আনুদ কোরআন শিক্ষা সেন্টারে মিশর, সৌদি আরব, ইয়েমেন, ইত্তেসাদ, সুদান, পাকিস্তান, আফগানিস্তান, ভারতসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের নাগরিকরা অধ্যায়ন করছে।

সৌজন্যে- জাগো নিউজ