সৌদি আরবের রিয়াদের বাবুয়া নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় দলিলুর রহমান দুলাল (২৪) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবক কুমিল্লা সদর উপজেলার কালির বাজার ধনুয়াখলা গ্রামের রমিজ মিয়ার ছেলে।
প্রবাসীদের বরাৎ দিয়ে নিহতের বাবা জানান, শনিবার সৌদী আরব সময় রাত সাড়ে ১১টায় দুলাল দোকান বন্ধ করে বাসায় ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মোবাইলে বাকি প্রবাসীদের কাছ থেকে দুলালের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
ধনুয়াখোলা এলাকার সৌদী আরব প্রবাসী রেজাউল করিম জানান, নিহতের মরদেহ কিং সাউদ হসপিটালের মর্গে রয়েছে। সেখানকার কিছু আইনি প্রক্রিয়া শেষে শিগগিরই মরদেহ দেশে আনা হবো।