Search
Close this search box.
Search
Close this search box.

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি হলেন বাংলাদেশি আনিশা

anishaইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের (ছাত্র সংসদ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থী আনিশা ফারুক। ৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় সন্ধ্যায় অক্সফোর্ডের ওয়েস্টন লাইব্রেরিতে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। বিশ্ববিখ্যাত এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি শিক্ষার্থী এ পদে বসলেন।

ছাত্রদের প্রতিনিধিত্বশীল এ সংগঠনের নির্বাচন হয় তিন দফায়। চূড়ান্ত পর্বে এক হাজার ৫২৯ ভোট পেয়ে বিজয়ী হন আনিশা। এ নির্বাচনে মোট ভোট দেন ৪ হাজার ৭৯২ জন। এর আগে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেবার পার্টির কো চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেন আনিশা।

chardike-ad

জানা গেছে, আনিশার বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ফারুক আহমেদ। বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ফারুক আহমেদের গ্রামের বাড়ি। মেজর (অব.) ফারুক আহমেদ ও রেহানা চৌধুরীর এক ছেলে এক মেয়ের মধ্যে প্রথম সন্তান আনিশা ফারুক। আরেক সন্তান জবরান ফারুক এ লেভেলে পড়ছে।