Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে ‘নির্যাতিত’ মাকে ফিরে পেতে চান বগুড়ার দুই ভাই

mithu-milonসৌদি আরবে ‘নির্যাতিত’ মা বেগমকে গত এক মাসেও ফিরে পাননি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়াপাড়া গ্রামের মিঠু ও মিলন। স্থানীয় দালালরা ভালো বেতনে গৃহকর্মীর চাকরির প্রলোভনে তাকে সৌদি আরবে পাঠিয়ে যৌনকর্মীর কাজ করাচ্ছে বলে দুই ছেলে অভিযোগ করছেন। মাকে ফিরে পেতে তারা গত ৩ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন। এতে কাজ না হওয়ায় তারা গত বুধবার আবারও আবেদন করেন।

মিঠু ও মিলন দুই ভাই অভিযোগ করেন, স্থানীয় দালালরা আদম পাচারকারীদের মাধ্যমে গত ৭ মাস আগে তার মা বেগমকে প্রলোভন দিয়ে গৃহপরিচারিকার চাকরি দেয়ার নামে সৌদি আরবে নিয়ে যায়। পরবর্তীতে জানা গেছে তাদের মাকে দিয়ে সেখানে যৌনকর্মীর কাজ করানো হচ্ছে।

chardike-ad

তাদের মা বেগম বিভিন্ন সময় সেখান থেকে ফোনে অসহ্য নির্যাতনের কথা জানিয়েছেন। মাকে ফিরে পেতে এজেন্সির লোকদের কাছে ধরনা দিলেও তারা একেক সময় একেক কথা বলে সময়ক্ষেপণ করছেন।

তাসলিম এয়ার ইন্টারন্যাশনাল এজেন্সির স্টাফ হাবিবুর রহমান মোবাইল ফোনে জানান, বেগমকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করছেন। তবে কবে নাগাদ দেশে ফিরিয়ে আনতে পারবেন এমন নিশ্চিত সময় জানাতে পারেননি।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফুয়ারা খাতুন জানান, বেগমকে ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সৌজন্যে- যুগান্তর