Search
Close this search box.
Search
Close this search box.

আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

amirat-jalalসংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী (৫৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে তিনি মারা যান।

চট্টগ্রামের হাটহাজারী নাঙ্গলমোড়া ইউনিয়নের চৌধুরীবাড়ির মরহুম জালাল আহমদ চৌধুরীর ছেলে মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী। মৃত্যুকালে তিনি তিন ভাই, দুই ছেলে, তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

chardike-ad

দেরা দুবাইয়ের বাংলাবাজারের আল-মোস্তাফা গ্লোসারির সামনের ভবনে নিজ রুমে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ৩টার দিকে নিয়ে তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মুহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে হাত-মুখ ধুয়ে দোকানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে জাগো নিউজকে জানান তার সহকর্মীরা। এর কিছুক্ষণ পর ঘরের একটি স্থানে পড়ে যান তিনি। কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ও ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। মুহাম্মদ জামাল উদ্দীন দুবাইয়ের আনার কলি নামে একটি কাপড়ের দোকানে প্রায় ২২ বছর ধরে চাকরি করে আসছিলেন।