Search
Close this search box.
Search
Close this search box.

নিউজিল্যান্ড ছেড়ে দেশের পথে টাইগাররা

team-bangladeshনিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় শেষ টেস্ট বাতিল হওয়ার পর দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের সময় শনিবার ভোর পাঁচটার দিকে বাংলাদেশের উদ্দেশে নিউজিল্যান্ড ছাড়েন তামিম-মুশফিকরা। বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে তাদের ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ মিশনের উপ-প্রধান তারেক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিঙ্গাপুরে ট্রানজিট করে বাংলাদেশ ক্রিকেট দল নির্ধারিত সময়ে দেশে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

chardike-ad

bangladesh-at-airportগতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় এক অস্ত্রধারী। এতে ৪৯ জন মারা যায়। আহত হয়েছেন আরও ৪৮ জন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে জানা গেছে। এর মধ্যে ড. আব্দুস সামাদ নামে একজন অধ্যাপক রয়েছেন। হামলার শিকার ‘মসজিদে নুর’ এর মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি।

নিহতদের মধ্যে আল নূর মসজিদে ৪১ জন এবং লিনউডের মসজিদে আটজন নিহত হন। হামলার কিছু সময় পর বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় নামাজ পড়তে আল নূর মসজিদে যান। সেখানে থাকা রক্তাক্ত এক নারীর সতর্কতায় তারা দৌড়ে প্রাণে রক্ষা পান।

cricket-bdভয়াবহ ওই সন্ত্রাসী হামলার খবর আসার পর থেকেই উৎকণ্ঠায় ছিল গোটা বাংলাদেশ। কারণ এই শহরেই আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল টাইগারদের। হামলার পর ক্রিকেটাররা নিরাপদে হোটেলে ফিরে যাওয়ায় স্বস্তি পায় গোটা দেশের মানুষ। পরে শেষ টেস্ট বাতিল করা হয়।

হামলার পর হোটেলবন্দি ছিলেন টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়। সরকারি পর্যায়েও যোগাযোগ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, টিকিট পেলেই তারা দেশে ফিরবেন। প্রাথমিকভাবে কয়েকটি দলে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন ফ্লাইটে ওঠার কথা বললেও একইসঙ্গে ফিরছেন সবাই। বিশেষ ব্যবস্থায় টিকিট পান তামিম-মুশফিকরা।