Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১২ বিদেশি কর্মী গ্রেফতার

malaysia-bangladeshiমন্ত্রীর নেতৃত্বে মালয়েশিয়ার সেলাঙ্গর পাইকারি বাজারে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১১২ জন অবৈধ বিদেশি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল থেকে বিদেশি শ্রমিকদের ব্যবসাস্থলে অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার ডেপুটি হোম মিনিস্টার দাতুক আজিজ জামমান এবং ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক খায়রুল দাজামি দাউদ অংশ নেন।

অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি পুলিশ ও সিটি কর্পোরেশন যোগ দেয়। এ সময় তাদের কাছে কোন বৈধ কাগজ পত্র না থাকায় গ্রেফতার করা হয়। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি আছে তা এখনও জানা যায়নি।

chardike-ad

দাতুক আজিজ জামমান গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ার নাগরিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।

খায়রুল দাজামি বলেন, আমরা স্থানীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি, এখানে বিদেশিরা ব্যবসা-বাণিজ্য করছে, মোটেও কাম্য নয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সৌজন্যে- জাগো নিউজ