Search
Close this search box.
Search
Close this search box.

মুসলমানরা সন্ত্রাসী নয়!

muslim-not-terroristsনিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় সারা বিশ্ব এখন মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। আলোচিত ওই হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান মুসলিমদের যেভাবে জড়িয়ে নিজের আবেগ প্রকাশ করেছেন তা দেখে অনেকেই শিহরিত হয়েছেন।

এদিকে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে অর্ধশত মুসলমানকে হত্যাকারী অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদীকে বাকি জীবন নির্জন কারাবাসেই কাটাতে হবে। দেশটির উপপ্রধানমন্ত্রী উইনস্টন পেটার্স এ তথ্য জানিয়েছেন। খবর মেইল অনলাইনের।

chardike-ad

মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের পেটার্স বলেন, শ্বেতাঙ্গ বর্ণবাদী যে অপরাধ করেছে, কোনো শাস্তি তার জন্য যথাযথ হবে না। কিন্তু হতাহতদের পরিবারগুলো ন্যায়বিচার পাবে।

ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে গুলিয়ে ফেলে কোনো বিবৃতি কিংবা নীতিপ্রণয়ন থেকে বিরত থাকতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওআইসি।

শুক্রবার ওআইসির বৈঠকে নিজের ভাষণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানকে প্রশংসায় ভাসিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, মুসলমানদের সঙ্গে তিনি যে সমবেদনা ও সংহতি দেখিয়েছেন, বিশ্বের সব নেতাদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকবে।