cosmetics-ad

এবার থাইল্যান্ডে ক্বিরাত সম্মেলনে অংশ নিচ্ছেন ক্বারি আহমাদ বিন ইউসুফ

kari-ahmad

এবার থাইল্যান্ডে আন্তর্জাতিক মিলাদুন্নবী (সা.) সম্মেলনে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি ও বাংলাদেশ ক্বিরাত ইনস্টিটিউটের পরিচালক ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী। মঙ্গলবার (২ এপ্রিল) ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। সম্মেলনটি ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সেন্ট্রাল ইসলামিক কাউন্সিল অব থাইল্যান্ড এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ক্বারি আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

থাইল্যান্ডের সেন্ট্রাল ইসলামিক কাউন্সিলের সভাপতি আনান ওয়ানাইলোহ এক বিবৃতির মাধ্যমে জানান, এ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন থাই রাজা কিং ক্লং কাও। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা, স্কলারস ও রাষ্ট্রদূতগণ।

এতে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন ইত্তেহাদুল কুররা আল আলামিয়ার প্রেসিডেন্ট মিসরের ড. আহমাদ নাঈনা এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

এছাড়া ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনামসহ মোট ১২ দেশ থেকে আগত ক্বারি ও অতিথিরা সম্মেলনে অংশগ্রহণ করবেন।