Search
Close this search box.
Search
Close this search box.

২১ এপ্রিল পবিত্র শবে বরাত

islamশনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে। সোমবার থেকে শাবান মাসের গণনা শুরু হলে আগামী ২১ এপ্রিল (১৪ শাবান) দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল বরাত।

শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানান ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই এ বছর রজব মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। সোমবার থেকে শাবান মাস শুরু হবে।

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে লাইলাতুল বরাত অর্থাৎ শবেবরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতই লাইলাতুল বরাত। লাইলাতুল বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২২ এপ্রিল সোমবার।

শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দবার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

chardike-ad

সৌজন্যে- যুগান্তর