Search
Close this search box.
Search
Close this search box.

আগামীকাল শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের পঞ্চম আসর

সিউল, ১৫ মার্চ, ২০১৩:

আগামীকাল মিরপুর শেরে বাংলা মাঠে স্বাগতিক বাংলাদেশ ও ক্রিকেট বিশ্বের উদীয়মান শক্তি আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে পঞ্চম আইসিসি টি-২০ বিশ্বকাপ। পূর্বে অনুষ্ঠিত চারটি আসরের ঘটনাবলীর দৃষ্টি দেয়া যাক।

chardike-ad

download

২০০৭
স্বাগতিক : দক্ষিণ আফ্রিকা।
চ্যাম্পিয়ন : ভারত।
রানার আপ : পাকিস্তান।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় : শহিদ আফ্রিদি, পাকিস্তান।
সর্বোচ্চ রান সংগ্রহকারী : ম্যাথু হেইডেন (২৬৫ রান) অস্ট্রেলিয়া।
সর্বোচ্চ উইকেট শিকারী : উমর গুল, পাকিস্তান (১৩ উইকেট)।
২০০৯
স্বাগতিক : ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন : পাকিস্তান।
রানার আপ : শ্রীলংকা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : তিলকরত্নে দিলশান, শ্রীলংকা।
সর্বোচ্চ রান সংগ্রহকারী : দিলশান, শ্রীলংকা (৩১৭ রান)।
সর্বোচ্চ উইকেট শিকারী : উমর গুল, পাকিস্তান (১৩ উইকেট)।
২০১০
স্বাগতিক : ওয়েস্ট ইন্ডিজ।
চ্যাম্পিয়ন : ইংল্যান্ড।
রানার আপ : অস্ট্রেলিয়া।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : কেভিন পিটারসেন।
সর্বোচ্চ রান সংগ্রহকারী : মাহেলা জয়াবর্ধনে, শ্রীলংকা (৩০২ রান)।
সর্বোচ্চ উইকেট শিকারী : দৃক ন্যানেস, অস্ট্রেলিয়া (১৪ উইকেট)।
২০১২
স্বাগতিক : শ্রীলংকা।
চ্যাম্পিয়ন : ওয়েস্ট ইন্ডিজ।
রানার আপ : শ্রীলংকা।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া।
সর্বোচ্চ রান সংগ্রহকারী : শেন ওয়াটসন, অস্ট্রেলিয়া (২৪৯ রান)।
সর্বোচ্চ উইকেট শিকারী : অজন্তা মেন্ডিজ, শ্রীলংকা (১৫ উইকেট)।