Search
Close this search box.
Search
Close this search box.

লন্ডনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি খুন

london-probashiপূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত সেন্টপল ওয়ে স্কুলের সামনে এক বাংলাদেশি তরুণকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলম। রোববার টাওয়ার হ্যামলেটসের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ তথ্য জানান।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা যায়, সেন্টপল ওয়ে স্কুলের সামনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক যুবককে বাঁচাতে অনেকে চেষ্টা করছেন। পুলিশ জানায়, বিকেল সাড়ে ৪টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় দুই যুবক ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তায় পড়ে আছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বয়স আনুমানিক ২৩ বছর। অপর যুবকের বয়স ৩০।

chardike-ad

মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপিতে জানানো হয়, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে কেউ কিছু দেখে বা জেনে থাকলে ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে ফোন করে পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।