Search
Close this search box.
Search
Close this search box.

cricketবিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হেয় করায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। বিশ্বকাপের ধারাভাষ্যকারের ২৪ জনের তালিকায় থাকা ভারতীয় সাবেক এই ক্রিকেটারকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমর্থকরা।

মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এদিন ধারাভাষ্যে বাংলাদেশের চেয়ে বিরাট কোহলি-মহেন্দ্র সিং ধোনি এবং লোকেশ রাহুলকে নিয়ে বেশি গলা ফাটান মাঞ্জেরেকার।

শুধু তাই নয়, সেদিন নিজেকে টুইটারেও বাংলাদেশ দলকে তাচ্ছিল্যই করে স্ট্যাটাস দেন ভারতের সাবেক এই আনকোড়া ক্রিকেটার। নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মাঞ্জেরেকার বলেন, ‘কেন বিরাট কোহলি এখনো সময় নিচ্ছেন ইনিংস ঘোষণা করতে?’

মাঞ্জেরেকারের এমন টুইটের পর ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের সমর্থকরা। এ ঘটনার পর ক্ষুব্ধ টাইগার সমর্থকরা আইসিসির উদ্দেশে করা টুইটে বিশ্বকাপের ধারাভাষ্যের তালিকা থেকে মাঞ্জরেকারকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।