Search
Close this search box.
Search
Close this search box.

zakir-mahathirজাকির নায়েককে ভারতের হাতে তুলে না দেয়ার অধিকার মালয়েশিয়ার রয়েছে মন্তব্য করে একটি বিবৃতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, জাকির নায়েককে ফেরত না পাঠানোর অধিকার আছে মালয়েশিয়ার। এমন পরিস্থিতি এর আগেও হয়েছে। সোমবার ওই বিবৃতিতে মাহাথির মোহাম্মদ বলেন, মোহাম্মদ জাকির নায়েক এটা মনে করছেন যে, তিনি হয়তো ভারতে ফিরে গেলে সঠিক বিচার পাবেন না।

জাকির নায়েককে ফেরত না দেয়ার ব্যাখ্যা দিয়ে মাহাথির বলেন, মালয়েশিয়ায় সাইরুল আজহার উমরের ক্ষেত্রে এমনটা হয়েছিল। ২০১৫ সালে মঙ্গোলিয়ান মডেল আলতানতুয়া শারিবুকে হত্যা করায় তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়া তাকে ফেরত পাঠায়নি।

উল্লেখ্য, জাকির নায়েককে অবৈধ তহবিল থেকে ১৯৩ কোটি রুপি পাচারের ঘটনায় অভিযুক্ত করেছে ভারতের ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। জুনের ১৯ তারিখের মধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে জামিনের অযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারির চেষ্টা করে যাচ্ছে ইডি।

ইডির অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাকির নায়েক বলেন, ভারতীয় সংস্থাগুলো আমার ওপর এ ধরনের অভিযোগ চাপিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।