Search
Close this search box.
Search
Close this search box.

nikabনিরাপত্তার অজুহাত দেখিয়ে সরকারি অফিসে মুসলিম নারীদের নিকাব পরাকে নিষিদ্ধ করেছেন উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া। দেশটির সরকারি কর্মকর্তার বরাতে গতকাল রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে মুসলিম নারীদের ইসলাম নির্দেশিত পোশাক ‘নিকাব’ নিষিদ্ধের এ সরকারি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ।

প্রধানমন্ত্রী চাহেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জারি করা হয় যে, নিকাব পরে শুধু চোখ বের করে মুখের বাকি অংশ আবৃত রেখে সরকারি কিংবা প্রশাসনিক ভবন ও প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করা হলো। এ সিদ্ধান্ত কর্মী ও দর্শনার্থী সবার জন্য প্রযোজ্য।

chardike-ad

গত ২৭ জুন তিউনিশিয়ার রাজধানী তিউনিস শহরে নিকাব পরিহিত অবস্থায় জোড়া আত্মঘাতী বোমা হামলা কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

উল্লেখ্য যে, ২০১১ সাল পর্যন্ত তিউনিশিয়ায় হিজাব, নিকাব ও মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ ছিল। ধর্মনিরপেক্ষ প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলির পতনের পর হিজাব, নিকাব ও স্কার্ফের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।