Search
Close this search box.
Search
Close this search box.

italyইতালির রোমে স্থানীয় পুলিশের ধাওয়ায় জব্বার ঢালী নামে এক বাংলাদেশি সিঁড়ি থেকে পড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় পর্যটন এলাকা কাভুর নামক রোডের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও জব্বার ঢালী ব্যবসা করতে যান। হঠাৎ পুলিশ ধাওয়া দিলে তিনি দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এ ঘটনার পরপরই সেখানে অসংখ্য বাংলাদেশি জড়ো হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্য হয়েছে। জব্বার ঢালী শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডিঙ্গামানিক ইউনিয়নের গোলার বাজার গ্রামের বাসিন্দা। এ খবর পেয়ে তার ভাই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে তিনিও অজ্ঞান হয়ে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে এই ঘটনা পরপরই সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত হন। পুলিশ মৃত জব্বার ঢালীর লাশ নিয়ে যায়। প্রবাসী জব্বার এর মৃত্যুতে রাজধানী রোমে শরীয়তপুর বাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত হন।