সব শঙ্কা পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। আইসিসি কর্তৃক জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করায় আসন্ন এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কিন্তু সেই অনিশ্চয়তার মেঘ আপাতত কেটে গেছে। বুধবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি’র প্রকাশিত সূচি অনুযায়ী ৩০ আগস্ট বাংলাদেশে আসবে আফগানিস্তান দল। এরপর ১ ও ২ সেপ্টেম্বর দু’দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বিসিবি একাদশ ও আফগানিস্তান একাদশ। ৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ।
৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। এরপর ১১ সেপ্টেম্বর জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। এরপর ১৩ এপ্রিল থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। আর ফাইনাল মাঠে গড়াবে ২৪ সেপ্টেম্বর।
আফগানিস্তান ও জিম্বাবুয়ের সফর বৃত্তান্ত:
| তারিখ | কার্যক্রম | ভেন্যু |
| ৩০ আগস্ট, ২০১৯ | আফগানিস্তান দল সফরে আসবে | |
| ১-২ সেপ্টেম্বর, ২০১৯ | ২ দিনের প্রস্তুতিমূলক ম্যাচ (আফগানিস্তান একদশ বনাম বিসিবি একাদশ) | এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম |
| ৫-৯ সেপ্টেম্বর, ২০১৯ | একমাত্র টেস্ট | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
| ৮ সেপ্টেম্বর, ২০১৯ | জিম্বাবুয়ে দলের সফর শুরু | |
| ১১ সেপ্টেম্বর, ২০১৯ | প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ (বিসিবি একাদশ বনাম জিম্বাবুয়ে একাদশ) | খান সাহেব উসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা |
| ১৩ সেপ্টেম্বর, ২০১৯ | বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ত্রিদেশীয় সিরিজ) | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
| ১৪ সেপ্টেম্বর, ২০১৯ | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে (ত্রিদেশীয় সিরিজ) | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
| ১৫ সেপ্টেম্বর, ২০১৯ | বাংলাদেশ বনাম আফগানিস্তান (ত্রিদেশীয় সিরিজ) | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |
| ১৮ সেপ্টেম্বর, ২০১৯ | বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে (ত্রিদেশীয় সিরিজ) | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
| ২০ সেপ্টেম্বর, ২০১৯ | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে (ত্রিদেশীয় সিরিজ) | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
| ২১ সেপ্টেম্বর, ২০১৯ | বাংলাদেশ বনাম আফগানিস্তান (ত্রিদেশীয় সিরিজ) | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
| ২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ফাইনাল (ত্রিদেশীয় সিরিজ) | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর |







































