Search
Close this search box.
Search
Close this search box.

বাবা হওয়ার সুখবর দিলেন রুবেল

rubelপ্রায় তিন বছর আগে অনেকটা নীরবে নিভৃতেই নিজ গ্রামের মেয়ে ইসরাত জাহান দোলার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। নিজের বিয়ের খবরটিও প্রাথমিকভাবে খোলামেলাভাবে জানাননি তিনি।

বছর দেড়েক পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে স্ত্রী দোলার ছবিসহ জানিয়েছিলেন বিয়ের খবর। তবে নিজের প্রথম সন্তান হওয়ার খবর জানানোর জন্য কোনো ভুল করেননি রুবেল।

chardike-ad

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজের মাধ্যমে নিজের বাবা হওয়ার খবর ভক্ত-শুভাকাঙ্খীদের দিয়েছেন রুবেল। একই সঙ্গে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও অনাগত সন্তানের জন্য।

আনন্দের সঙ্গে নিজের বাবা হওয়ার খবর জানিয়ে রুবেল লিখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’

সকলের কাছে দোয়া চেয়ে রুবেল আরও লিখেন, ‘সবাই আমার স্ত্রীর জন্য ও অনাগত সন্তানের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ্‌ সুস্থভাবে যেন সে পৃথিবীর আলো দেখতে পারে। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থনা করছি।’

https://www.facebook.com/rubel34official/posts/2376378139074755