ইতালিতে বাংলাদেশির মিনি মার্কেটে হামলা, গ্রেফতার ১

italy-arrestইতালি রোমের টাকা ছাড়া বিয়ার না দেয়ায় এক বাংলাদেশির মিনি মার্কেটে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) হামলাকারী যুবককে (৩৪) গ্রেফতার করা হয়।

জানা গেছে, সোমবার কোলাতিনা নামক স্থানে স্থানীয় ওই নাগরিক বাংলাদেশি রফিকুল আলমের কাছে একটি বিয়ার চায়। কিন্তু টাকা (ইউরো) না দেয়ায় বিয়ার দিতে অস্বীকার করলে রফিকুলের ওপর ক্ষেপে যায়। পরে মিনি মার্কেটের গ্লাস ভাঙচুর ও ডাকাতি করে।

পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে চারিদিকে বেরিগেড দিয়ে ওই যুবককে গ্রেফতার করে। ভাঙচুর করার সময় যুবক নিজে আহত হলে পুলিশ তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেন। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।